অর্পণগাছিয়া নদী | Arpongasia River
দেশ-বাংলাদেশ
অঞ্চল-খুলনা বিভাগ
জেলা-খুলনা জেলা, সাতক্ষীরা জেলা
উত্স-কপোতাক্ষ নদ
মোহনা-বঙ্গোপসাগর
দৈর্ঘ্য-৬৬ কিলোমিটার (৪১ মাইল)
অর্পণগাছিয়া নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও সাতক্ষীরা জেলায় অবস্থিত অন্যতম নদী। সাতক্ষীরা জেলার মধ্য দিয়ে বেতনা নদীর দক্ষিণে প্রবাহিত হয়েছে। অতঃপর সুন্দর বনের মধ্যে প্রবেশের পর অর্পণগাছিয়া নাম ধারণ করেছে। নদীটি মোহনার কাছে নাব্য এবং মালঞ্চ নামে বঙ্গোপসাগরে পড়েছে। এর মোহনায় পাটনি দ্বীপ অবস্থিত। উত্তরে বেতনা নদীর সংঙ্গে সংযুক্ত থাকায় অর্পণগাছিয়া-মালঞ্চ অনেকটা গভীর ও নাব্য এবং সারাবছরই জোয়ার-ভাটা দ্বারা নদী ও পার্শ্ববর্তী জনবসতিগুলো প্রভাবিত হয়। নদীটির দৈর্ঘ্য ৬৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৩২ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ‘পাউবো’ কর্তৃক অর্পণগাছিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৬।
প্রবাহ
অর্পণগাছিয়া নদীটি খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে প্রবাহমান কপোতাক্ষ নদ থেকে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এর জলধারা একই উপজেলার নালিয়ান রেঞ্জ ইউনিয়নে সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
তথ্যসূত্র
১. মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ২০, ISBN 984-70120-0436-4.
২. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, বেঙ্গল পাবলিকেশন্স, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৮ (দ্বিতীয় প্রকাশন), পৃষ্টা ১৩৭, ISBN-978-984-91643-5-7
৩. উইকিপিডিয়া